দাবানল নিয়ে ব্যর্থতার দায় স্বীকার অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২০ ০৮:২৩
আপডেট:
১৪ জানুয়ারী ২০২০ ০২:৪৬

প্রভাত ফেরী ডেস্ক: বিধ্বংসী দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। তারই জের ধরে দেশটির দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার দায় নিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। বিবিসি।
রবিবার সংবাদ সম্মেলনে দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। এ সময় স্কট মরিসন বলেন, সেখানে অনেক কিছুই ছিল যেগুলো আমি আরও ভালোভাবে পরিচালনা করতে পারতাম।
উল্লেখ্য, সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে দাবানল আক্রান্ত এলাকা পরিদর্শনে গিয়ে তোপের মুখেও পড়েন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ার চলমান দাবানল নিয়ন্ত্রণে উদাসীনতা এবং জলবায়ু নীতির কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার।
এর আগে গতমাসে অস্ট্রেলিয়ার দুর্যোগপূর্ণ সময়ে হাওয়াইতে সপরিবারে ছুটি কাটানোর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী মরিসন।
বিষয়: অস্ট্রেলিয়া দাবানল
আপনার মূল্যবান মতামত দিন: