অস্ট্রেলিয়ায় করোনায় আক্রান্ত ৪ হাজার ৮শত, আইসোলেশন নিয়ম ভাঙলে জরিমানা
প্রকাশিত:
২ এপ্রিল ২০২০ ০৬:১৩
আপডেট:
২ এপ্রিল ২০২০ ০৬:২২

প্রভাত ফেরী: সারাবিশ্ব থমকে গেছে করোনা ভাইরাসের হানায়। আর অস্ট্রেলিয়ায় ক্রমেই বেড়ে চলেছে এ ভাইরাসের আক্রান্ত মানুষের সংখ্যা। গত দুই দিনে নতুন করে ২৩১ জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্তের হিসাব থেকে বোঝা যাচ্ছে, এই রোগ এখন দেশটিতে জ্যামিতিক হারে বাড়ছে।
অন্যদিকে পুরো দেশে শাটডাউন ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সরকার। প্রাথমিক অবস্থায় ৫০০ জনের ওপরে গণজমায়েত বন্ধ দিয়ে সরকার এখন দূরত্ব বজায় রেখে বিয়েতে ৫ জন, দাফন-কাফনে ১০ জনের উপস্থিতি নির্ধারণ করে দিয়েছে। অপরিহার্য নয় এমন ব্যবসা-বাণিজ্য বন্ধ করে পুরোপুরি লকডাউনের দিকে যাচ্ছে দেশ। আগে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং অস্ট্রেলিয়ার নাগরিকদের দ্রুত দেশে ফিরে আসার নির্দেশনার পর আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এক পরিসংখ্যান বলছে, সবকিছু বন্ধ হয়ে গেলে আপাতত প্রায় ১০ লাখ লোক চাকরি হারাবেন এবং জুন মাস নাগাদ এ সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় ১৫ লাখে।
এখন পর্যন্ত দেশটিতে ৪ হাজার ৮৬৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২১।নিউ সাউথ ওয়েলস রাজ্যে গত মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার বিকেল ৫টা পর্যন্ত নতুন করে ২১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে এই রাজ্যে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৯। অন্যদিকে ভিক্টোরিয়াতে নতুন করে আরও ৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে সেখানে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৬৬। এ ছাড়া কুইন্সল্যান্ডে নতুন করে ৪৬ জন আক্রান্ত হওয়ায় সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৩। এ ছাড়া সাউথ অস্ট্রেলিয়ায় ১৯৭, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় ২০৫, ক্যানবেরায় ৪৪, তাসমানিয়ায় ৪২ এবং নর্দান টেরিটরিতে ৫ জন আক্রান্ত হয়েছে।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশমন্ত্রী ডেভিড এলিয়ট বলেছেন, বুধবার রাত ১২টার পর থেকে কেউ যদি সেলফ আইসোলেশন ও সোশ্যাল ডিসট্যান্সের নিয়ম ভাঙে, তাহলে ব্যক্তিপর্যায়ে ১ হাজার ও প্রতিষ্ঠান পর্যায়ে ৫ হাজার ডলার জরিমানা এবং ৬ মাসের জেল হতে পারে।
বিষয়: অষ্ট্রেলিয়া করোনা
আপনার মূল্যবান মতামত দিন: