সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

ডলার সংকটে আরও বেড়েছে দাম


প্রকাশিত:
৩১ জুলাই ২০২৪ ১০:৫৪

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৪৪

টাকা - ডলার

 

দেশের খোলাবাজারে ফের দাম বেড়েছে নগদ ডলারের। ঢাকার খোলাবাজারে প্রতি মার্কিন ডলারের দাম ৫-৬টা বেড়ে বিক্রি হচ্ছে ১২৪-১২৫ টাকায়। দুই সপ্তাহ আগেও ডলারের দাম ১১৮-১১৯ টাকার মধ্যে ছিল।

ডলারের সংকটের কারণ হিসেবে ব্যবসায়ীরা মনে করছেন, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ার কারণেই মূলত খোলাবাজারে প্রভাব পড়েছে।

ব্যবসায়ীরা বলেন, দেশে ফেরার সময় প্রবাসীরা নিজেদের সঙ্গে করে যে ডলার নিয়ে আসেন, সেগুলো খোলাবাজারে বিক্রি হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিদেশ থেকে মানুষ আসা কমে যাওয়ায় ডলারের সরবরাহও কমেছে। এতেই ডলারের সংকট তৈরি হয়েছে। ফলে দাম বেড়ে গেছে।

এদিকে ব্যাংকগুলোতে আগের দামেই ডলার বিক্রি করছে। বেসরকারি এবং রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে গতকাল প্রতি ডলার ১১৮ টাকায় বিক্রি হয়েছে।

দেশে গত সপ্তাহে প্রবাসী আয় আসা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। ২১ থেকে ২৭ জুলাই—সাত দিনে প্রবাসী আয় এসেছে মাত্র ১৩ কোটি ৮০ লাখ ডলার।


বিষয়: অর্থনীতি


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top