সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

আদালতের নির্দেশ অনুযায়ি বিটিআরসিকে ১ হাজার কোটি টাকা দিয়েছে গ্রামীনফোন


প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৩৩

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৯

ফাইল ছবি

প্রভাত ফেরী: বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা দিয়েছে জিপি (গ্রামীণফোন)। সম্প্রতি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী  এই এক হাজার কোটি টাকা পরিশোধ করেছে।  রোববার গ্রামীণফোনের পক্ষ থেকে এই টাকা পরিশোধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

মোস্তাফা জব্বার  তার ফেসবুকের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘সুখবরটা পেলামই। গ্রামীণফোন ১ হাজার কোটি টাকা প্রদান করেছে।’

এর আগে এক বিবৃতিতে গ্রামীণফোন জানিয়েছিল, রোববার তারা আদালতের নির্দেশনা মেনে বিটিআরসিকে এক হাজার কোটি টাকা দেবে।

গ্রামীণফোনের পক্ষ থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল বিটিআরসিতে গিয়ে এক হাজার কোটি টাকার চেক হস্তান্তর করে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন গ্রামীণফোনের হেড অব রেগুলেটরি সাদাত হোসেন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিটিআরসির নিরীক্ষা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে গ্রামীণফোনকে সোমবারের মধ্যে ১০০০ কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দেন। গ্রামীণফোনের করা রিভিউ আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারকের আপিল বিভাগের বেঞ্চ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top