প্রভাত ফেরী’র প্রকাশনাকে স্বাগতম : আহসান হাবীব


প্রকাশিত:
১২ মে ২০১৯ ১৮:০০

আপডেট:
৪ মে ২০২০ ২১:১৬

আহসান হাবীব

মাতৃভূমি থেকে দূর প্রবাসে অসেট্রলিয়ায়  বাংলা ভাষার পত্রিকা বের হচ্ছে বা হবে এটা ভেবে আনন্দিত বোধ করছি। বাংলা ভাষায় একটা নিয়মিত প্রকাশনা থাকলে ও দেশে জন্মানো বাচ্চারা তাহলে আমাদের ভাষাটার সাথে ছোট বেলা থেকেই সম্পৃক্ত থাকতে পারবে, এটা অবশ্যই একটা বিরাট ব্যাপার।  আমি আশা করছি প্রভাত ফেরী কার্টুন কমিকস সাহিত্য শিল্প সব বিষয়েই সমৃদ্ধ বাংলা ভাষার একটি আন্তর্জাতিক পত্রিকা হবে। 

 

 

লেখক: আহসান হাবীব
কার্টুনিস্ট/ সম্পাদক
উম্মাদ, স্যাটায়ার কার্টুন পত্রিকা
 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top