'আর্টভার্স'-এর বার্ষিক প্রদর্শনী চমকে দিল শিল্পরসিকদের
প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২১ ০১:০৮
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৬:১৪
৭০ জন শিল্পীর ১৭০টি চিত্র, স্থিরচিত্র এবং ভাস্কর্য নিয়ে বিড়লা আর্ট অ্যান্ড কালচারে শুরু হল ছয় দিনব্যাপী বর্ণময় প্রদর্শনী।
এ দিন উদ্বোধন হওয়ার আগেই দর্শকদের ভিড় উপচে পড়ে প্রেক্ষাগৃহে। প্রদীপ জ্বালিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী বাদল পাল। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী সুজিত কুমার ঘোষ, বাপ্পা ভৌমিক, প্রতীক মল্লিক, রুচিরা মজুমদার পাল, শিখা রায়, মানবেন্দ্র সরকার, সুদীপ্ত অধিকারী এবং 'আর্টভার্স'-এর সর্বময় কর্তা, 'গড : এনসিয়েন্ট এলিয়েন অর আ মিথ'-খ্যাত ইংরেজি সাহিত্যের লেখক, পেশায় মেরিন ইঞ্জিনিয়ার, চিত্রশিল্পী শুভঙ্কর সিংহ।
এই প্রদর্শনীর মূল আকর্ষণ--- ওয়াল অব ফেম। বিশিষ্ট শিল্পী অতীন বসাক, ওয়াসি
ম কাপুর, দেবব্রত চক্রবর্তী, সুমন চৌধুরীদের মতো দশ জন প্রথিতযশা চিত্রশিল্পীর বাছাই করা ১৩টি ছবি দিয়ে আলাদা ভাবে প্রদর্শিত প্রেক্ষাগৃহের একটি অংশ।
সারা বছর ধরে এরা কলকাতার পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্তে আয়োজন করে কম করেও ছ'-ছ'টি প্রদর্শনী।
এই প্রসঙ্গে 'আর্টভার্স'-এর প্রেসিডেন্ট শুভঙ্কর সিংহ জানালেন, 'বাড়িকে সুন্দর করে তোলার জন্য যাঁরা দু'হাতে জলের মতো টাকা খরচ করেন, তাঁদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা একটা ছবি কিনুন। ঘরে টাঙিয়ে রাখুন। ঘর সাজানোর জন্য টাটকা ফুল আর ছবির কোনও বিকল্প হয় না।'
এই প্রদর্শনী চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। খোলা থাকবে বেলা ৩টে থেকে রাত ৮টা অবধি।
রিপোর্টঃ সিদ্ধার্থ সিংহ
সিদ্ধার্থ সিংহ
কলকাতা
বিষয়: সিদ্ধার্থ সিংহ
আপনার মূল্যবান মতামত দিন: