বুধবার দেশে ফিরেন স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিত:
২ আগস্ট ২০১৯ ০০:১৬
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:২১

রাজধানীসহ সারা দেশের ডেঙ্গুর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় স্বাস্থ্য মন্ত্রনালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে। এমন সময় গত ২৮ জুলাই সপরিবারে ব্যক্তিগত সফরে মালয়েশিয়ায় গিয়ে তোপের মুখে পড়ে গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকায় ফেরেন স্বাস্থ্যমন্ত্রী।
গতকাল দেশে ফিরেই আজ সকালে মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য একশ’ শয্যার একটি নতুন ওয়ার্ড উদ্বোধন করেন মন্ত্রী। বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানান।
দেশে ডেঙ্গুর প্রকপ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রনালয়েল সকল কর্মকর্তা-কর্মচারীরদের ছুটি বাতিল করে মন্ত্রনালয়। এই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী গত ২৮ জুলাই সপরিবারে ব্যক্তিগত সফরে মালয়েশিয়ায় যান। আগামী ৪ আগস্ট দেশে ফেরার কথা থাকলেও গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকায় ফেরেন। দেশের এই পরিস্থিতিতে তার বিদেশ সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠলে তোপের মুখে পড়ে মন্ত্রী তার সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরেন।
জানা যায়, স্বাস্থ্যমন্ত্রী ত্রাণ বিতরণের জন্য নিজ নির্বাচনী এলাকা মানিকগঞ্জে তিন দিন ধরে অবস্থান করছেন। মাঝখানে মন্ত্রণালয়ে এসে মিটিং করে আবার এলাকায় ফিরে গেছেন। পরে জানা যায়, জাহিদ মালেক মালয়েশিয়ায় অবস্থান করছেন। তবে সরকারি কোনো কাজে তিনি সেখানে যাননি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: