এডিস মশার বিরুদ্ধে মাঠে নামছে ৫০ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার


প্রকাশিত:
৪ আগস্ট ২০১৯ ০৪:০৪

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:৩৩

এডিস মশার বিরুদ্ধে মাঠে নামছে ৫০ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

প্রভাত ফেরী ডেস্ক: রাজধানীতে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালাতে ৫০ হাজার পুলিশ সদস্য মাঠে নামছে।



শনিবার রাজারবাগ পুলিশ লাইনসে ‘ডেঙ্গু প্রতিরোধী পরিষ্কার-পরিচ্ছন্নতা’অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলবে, তবে ঈদের আগেই যেন এটা নির্মূল করা যায় সেই চেষ্টা করা হবে বলেও জানান তিনি।



আছাদুজ্জামান মিয়া আরো বলেন, শুধু সরকার-স্বাস্থ্য বিভাগ একা মশা নিয়ন্ত্রণ করতে পারবে না। এজন্য সবার সচেতন হতে হবে। নিজে নিজের আঙ্গিনা পরিষ্কার করতে হবে। তবে ঢাকা শহরে পরিচ্ছন্নতা কার্যক্রমের গতি অনেকগুন বেড়েছে বলেও জানান তিনি। এরপর কমিশনার ডিএমপি পরিবারের সন্তানদের উচ্চ শিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষা বৃত্তি প্রদান করেন।



এডিস মশার বিস্তাররোধে ডিএমপির সকল স্থাপনায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান বর্তমানে রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে অনেক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। তাই ডেঙ্গু জ্বরের প্রকোপ থেকে মুক্ত নয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যরাও।



ডিএমপির সকল স্থাপনা যেমন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল স্থাপনা ও তার আশ-পাশ, পুলিশ লাইন্স, ব্যারাক, অফিস, থানা ফাঁড়ি, কন্ট্রোলরুম, তদন্তকেন্দ্র, শপিং মল, মেস ও ডাইনিং এবং আবাসিক ভবনের পরিত্যক্ত আঙ্গিনা, ফুলের টব, ড্রেন, জমে থাকা স্বচ্ছ পানির স্থান, ডাবের খোসা ইত্যাদি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এই অভিযান সকাল ০৭ টা থেকে ১০ টা পর্যন্ত পরিচালনা করা হবে।



ডিএমপির স্ব-স্ব ইউনিট প্রধানগণ, জোনাল এডিসি/এসি, ওসি, তদন্তকেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার স্বয়ং উপস্থিত থেকে এডিস মশার বিস্তাররোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন এবং এডিস মশার নিরোধক ঔষধ ছিটানোর কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top