নতুন ডেঙ্গু রোগী ১৮৭০ জন, আবহাওয়াবিদের অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু


প্রকাশিত:
৫ আগস্ট ২০১৯ ২২:২২

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:৩৪

নতুন ডেঙ্গু রোগী ১৮৭০ জন, আবহাওয়াবিদের অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু

প্রভাত ফেরী ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ১৮৭০ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৫৩ জন। এদিকে, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপপরিচালক আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্ত্রী শারমিন আরা শাপলা। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।



স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন



রবিবার (৪ আগস্ট) সকাল  থেকে সোমবার (৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসেবে অনুযায়ি রাজধানীর বিভিন্ন হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১০৫৩ জন এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে ভর্তি হয়েছেন ৮১৭ জন। ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। । এছাড়া, রিপোর্টটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা বলা হয়েছে ১৮ জন।



প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে চলতি বছরে ২৪ হাজার ৮শ ৪ জন রোগী বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৭ হাজার ৩শ ৮৮ জন রোগী সুস্থ হয়েছেন ও বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭ হাজার ৩শ ৯৮ জন।



স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুসারে, ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ১৩৪ জন, মিটফোর্ড হাসপাতালে ৯৭ জন, ঢাকা শিশু হাসপাতাল ৩৯ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ৫৫ জন ভর্তি হয়েছেন।



ডেঙ্গুজ্বরে আবহাওয়াবিদের অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু



ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপপরিচালক আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্ত্রী শারমিন আরা শাপলা। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।



সোমবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শারমিন আরা।



আবহাওয়া অধিদফতরে সহকারী পরিচালক তাসলিমা ইমাম গণমাধ্যমকে বলেন, তিনদিন আগে একটি প্রশিক্ষণে অংশ নিতে অফিস থেকে কোরিয়া পাঠানো হয়েছে নাজমুল হককে। সেখানে যাওয়ার আগে গ্রামের বাড়ি জয়পুরহাটে অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশু সন্তানকে রেখে আসেন তিনি। গাইবান্ধা যাওয়ার পর শারমিন আরার ডেঙ্গু ধরা পড়ে। দ্রুত তাকে ঢাকায় এনে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে শারমিন আরা শাপলার মৃত্যু হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top