তারেক ও ফখরুলদের গ্রেফতারি পরোয়ানা, আগাম জামিনের আবেদন হাইকোর্টে


প্রকাশিত:
৬ আগস্ট ২০১৯ ২২:৪৯

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:৩২

তারেক ও ফখরুলদের গ্রেফতারি পরোয়ানা, আগাম জামিনের আবেদন হাইকোর্টে

প্রভাত ফেরী ডেস্ক: ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নয়জনের বিরুদ্ধে করা মামলায় সোমবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার সকালে উক্ত মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ চার নেতা আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন



মির্জা ফখরুল ইসলাম ছাড়া আগাম জামিন চাওয়া অন্য নেতারা হলেন, দলের স্থায়ী কমিটির সদস্য . খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার ( আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের পক্ষে জামিন আবেদন করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য . খন্দকার মোশাররফ হোসেন।



আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জানান, মঙ্গলবার ( আগস্ট) হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনের ওপর শুনানি হতে পারে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে থাকবেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। 



এদিকে, সোমবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলার বাদী জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী হাজির হয়ে আসামিদের বিরুদ্ধে এই মামলাটি করেন। শুনানি শেষে মহানগর হাকিম সত্যব্রত শিকদার বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান। পরবর্তী সময়ে দুপুরে আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।



মামলার অন্য আসামিরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, বুয়েটের বহিষ্কৃত শিক্ষক হাফিজুর রহমান রানা ছাত্রদল নেতা এমদাদুল হক ভূইয়া।



মামলার আর্জি থেকে জানা গেছে, গত ২৩ জুলাই বাদীর বাসায় একটি রেজিস্ট্রি চিঠি পাঠিয়েছেন বুয়েটের শিক্ষক হাফিজুর রহমান রানা। চিঠিতে এবি সিদ্দিকীকে নানাভাবে হুমকি-ধমকি এবং আইএসের মাধ্যমে তাকে হত্যা করা হবে বলে উল্লেখ করা হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top