টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ঘটনায় ১০ জন নিহত
প্রকাশিত:
১০ আগস্ট ২০১৯ ২২:৪৩
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:২৬

প্রভাত ফেরী ডেস্ক: টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় সড়ক দুর্ঘটনাসহ পৃথক ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (৯ আগস্ট) পৃথক স্থানে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার পুলিশ এ তথ্য জানিয়েছেন।
টাঙ্গাইল সদর: শুক্রবার দুপুরে টাঙ্গাইল সদরের কাগমারী ব্রীজের রাস্তার পাশের খড়ের পালার নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির উদ্ধার করেছে পুলিশ।
মির্জাপুর: মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নাজমুল হোসেন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলার কদিমধল্যা বাসস্ট্যান্ডে বাস চাপায সামিয়া (১০) নামের একটি শিশু নিহত হয়। এ দুর্ঘটনায় শিশুটির চাচা শাহীন মিয়া (৩০) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এছাড়া একইদিন কালিয়াকৈর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে উত্তরবঙ্গগামী বাসচাপায় সুফিয়া বেগম নামে এক নারী নিহত হয়েছেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি রাইজুল ইসলাম জানান, নিহতদের মধ্যে দু’জনের লাশ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। আর কর্পোরাল নাজমুল হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিহাতী: কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে রাব্বি তালুকদার ফয়সাল (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার এলেঙ্গার রাজাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাব্বি সরকারি শামসুল হক কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল।
ঘাটাইল: ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওমর আলী (৪৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সাধুর গলগন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
বাসাইল: বাসাইলে সাপের কামড়ে আঙ্গুরি বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সখীপুর: সখীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়য়ে মারা গেছেন। তারা হলো, জমেলা বেগম (৩৮) ও সুমাইয়া আক্তার (১০)। শুক্রবার বিকালে উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর বিন্নরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সখীপুর থানার ওসি আমির হোসেন এ তথ্য জানিয়েছেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: