কুমিল্লাতে বাসচাপায় সিএনজির ৭ যাত্রী নিহত


প্রকাশিত:
১৮ আগস্ট ২০১৯ ২৩:৪২

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:২৩

কুমিল্লাতে বাসচাপায় সিএনজির ৭ যাত্রী নিহত

প্রভাত ফেরী ডেস্ক: কুমিল্লা-নোয়াখালী সড়কের কুমিল্লার লালমাই উপজেলার জামতলী এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক শিশু, ৩ নারী ও ৩ পুরুষ রয়েছেন। তারা সবাই অটোরিকশার যাত্রী।



ঘটনাস্থতে থাকা একজন প্রত্যক্ষদর্শী বলেন, ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি মাইক্রোবাসকে অতিক্রম  করছিল। এ সময় সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং সিএনজির ভেতরে থাকা পাঁচ যাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরো ২ জন মারা যান। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ যাত্রী। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় ক্লিনিক ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।



লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি। পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিটি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে হতাহতরা একই পরিবারের সদস্য।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top