সুন্দরবনে মারা গেল ৭ ফুট লম্বা বাঘ
প্রকাশিত:
২২ আগস্ট ২০১৯ ০৬:০৪
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:১৭

প্রভাত ফেরী ডেস্ক: সুন্দরবন থেকে একটি মৃত বাঘ উদ্ধার করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। মঙ্গলবার দুপুরে গহীন বনের ছাপড়াখালি খালের পাশ থেকে মৃত বাঘটি উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে বাঘটির ময়না তদন্ত সম্পন্ন হয়। বয়স্ক বাঘটির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করছে বন বিভাগ।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মদিনুল আহসান গণমাধ্যমকে জানান, বনরক্ষীরা মঙ্গলবার দুপুর ১২টার দিকে গহীন বনের ছাপড়াখালি খালে টহল দেওয়ার সময় মৃত বাঘটিকে পড়ে থাকতে দেখেন। এরপর সেটি উদ্ধার করে রাত তিনটার দিকে বন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়।
তিনি বলেন, খবর পেয়ে বুধবার সকালে তিনি এবং সুন্দরবন পূর্ব বন বিভাগের ডিএফও মাহমুদুল হাসান রেঞ্জ অফিসে যান। পরে দুপুর আড়াইটায় বাগেরহাট জেলার শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মৃত বাঘটির ময়না তদন্ত সম্পন্ন করেন।
মদিনুল আহসান জানান, ময়না তদন্তে বাঘটির শরীরে কোনো ইনজুরি বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি একটি স্ত্রী বাঘ এবং বয়স আনুমানিক ১০/১২ বছর। এটি লম্বায় লেজসহ ৭ দশমিক ৭৫ ফুট এবং উচ্চতা ৩ ফুট। ময়নাতদন্তের পর বাঘটির চামড়া ছাড়িয়ে মৃতদেহ শরণখোলা রেঞ্জ অফিসের মধ্যে মাটিচাপা দেওয়া হয়েছে।
ডিএফও আরও জানান, বাঘটির শরীরের কিছু অংশ সংগ্রহ করে ঢাকায় বন বিভাগের ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষা শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এদিকে হঠাৎ করে সুন্দরবনে মৃত বাঘ উদ্ধার হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. ফরিদুল ইসলাম।
তিনি বলেন, সুন্দরবনের বিভিন্ন খালে বিষ প্রয়োগ করে মাছ ধরা বন্ধ করতে হবে। অবাধে এসব কার্যক্রম চলমান থাকায় সেখানকার নদী-খালের পানি বিষযুক্ত থাকে। ফলে শুধু মাছ নয়, অন্যান্য প্রাণীর জীবনহানি ঘটে। এর প্রভাবে মারা যেতে পারে বাঘটি। বাঘ মারা যাওয়ার সঠিক কারণ উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: