ইয়াসিরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ, তফসিল ১ সেপ্টেম্বর


প্রকাশিত:
২৮ আগস্ট ২০১৯ ০৭:১৯

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:৩১

ইয়াসিরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ, তফসিল ১ সেপ্টেম্বর

প্রভাত ফেরী ডেস্ক: জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শূন্য আসন থেকে রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসির মনোনয়নপত্র কিনেছেন। তবে তার পক্ষে মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন এরশাদপুত্র এরিক এরশাদ।



মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ করেন এরিক। এ সময় উপস্থিাত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয়, হাফিজ আহমেদ ছুট্টুসহ পার্টির নেতাকর্মীরা।



পার্টির দফতর সূত্রে জানা গেছে, রোববার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হলেও মঙ্গলবার পর্যন্ত মাত্র একটি ফরম বিক্রি হয়েছে। 



এদিকে রংপুর-৩ আসনে উপনির্বাচনে সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে জানিয়েছেন ইসি সচিব মো. আলমগীর। গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এ আসনের ভোটগ্রহণে ইভিএম ব্যবহার করা হয়। এ জন্য উপনির্বাচনেও ইভিএম ব্যবহার করা হবে। আর এ আসনের উপনির্বাচনের তফসিল আগামী ১ সেপ্টেম্বর ঘোষণা করা হবে বলেও জানান তিনি।



মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে ইসির ৫১তম কমিশন বৈঠক শেষে এসব কথা জানান ইসি সচিব। তিনি বলেন, আজকের বৈঠকে এ নির্বাচনের বিষয়ে ইসি দুটো সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো হলো- আগামী ১ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করা হবে এবং ভোট হবে ইভিএমে। বৃহস্পতিবার আরেকটি বৈঠকে তফসিল চূড়ান্ত করা হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top