২৩ জন পেতে চান প্রথমবারের মত "বঙ্গবন্ধু নদী পদক"
প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০১৯ ০০:৩৮
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:২৫

প্রভাত ফেরী ডেস্ক: জাতীয় পর্যায়ে তিনটি এবং বিভাগীয় পর্যায়ে আটটি ‘বঙ্গবন্ধু নদী পদক’ পদক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু এই পদকের জন্য আবেদন করেছে জাতীয় পর্যায়ে ৮টি এবং বিভাগীয় পর্যায়ে ১৫টিসহ মোট ২৩টি।
গতকাল সচিবালয়ে বঙ্গবন্ধু নদী পদক প্রদানের জন্য জাতীয় মনোনয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ বিষয়ে বর্তমান সরকারের প্রশংসা করে বলেছেন, বর্তমান সরকার নদী রক্ষায় দেশের ১৬ কোটি মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করেছে। নদী রক্ষায় প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু নদী পদক’ প্রদান নদী রক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে। আর এ কারণেই প্রধানমন্ত্রী ‘বঙ্গবন্ধু নদী পদক নীতিমালা-২০১৯' অনুমোদন করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাপ্ত আবেদনপত্র থেকে যোগ্য প্রার্থীর কার্যক্রম যাচাইয়ের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় থেকে দু’জন করে কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করবেন। তারা তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন। উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে পদকের সংখ্যা কমতে পারে।
যেসব বিষয়ে অবদানের জন্য এই পদক দেওয়া হচ্ছে, সেগুলো হলো- সরকার বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত নদী দখল রোধ, শিল্পকারখানা কর্তৃক সৃষ্ট বর্জ্যের দূষণ রোধ, নদ-নদীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পরিবেশ দূষণ রোধ, নদীর তীরে ও অভ্যন্তরে অবৈধ অবকাঠামো নির্মাণসহ নদী ভরাট রোধ, নদীকে নৌ চলাচলে উপযোগী করে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করা এবং নদীকে দূষণ ও অবৈধ দখল ভরাটমুক্ত করে স্বাভাবিক রূপে ফিরিয়ে আনার বিষয়ে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য নিয়োজিত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু নদী পদক’ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরষ্কার হিসেবে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, নগদ ৭৫ হাজার টাকা ও সার্টিফিকেট দেয়া হবে। অন্যদিকে বিভাগীয় পর্যায়ে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে১৮ ক্যারেট মানের ৩০ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, নগদ ৫০ হাজার টাকা ও সার্টিফিকেট দেয়া হবে।
নৌপরিবহন মন্ত্রণালয় পুরস্কারের সংখ্যা ও মূল্যমান বাস্তবতার নিরিখে পরিবর্তন করতে পারবে। নৌপরিবহন সচিব মো. আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মনোনয়ন কমিটির সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: