২৪ ঘন্টায় ৫ জেলায় বিদ্যুৎস্পর্শে সাতজন নিহত
প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০১৯ ২১:০২
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:২৬

প্রভাত ফেরী ডেস্ক: একদিনেই সারাদেশে বিদ্যুৎস্পর্শে সাতজন নিহত হয়েছে। আর এতে আহত হয়েছেন আরো ২জন। শেরপুরে আলাদা ঘটনায় দুই নারী, সুনামগঞ্জে দুই শ্রমিক, চাঁদপুরে এক গাছিয়াল, ময়মনসিংহে এক মাদ্রাসাছাত্র ও সাতক্ষীরায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শেরপুর : ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় বুধবার আলাদা ঘটনায় বিদ্যুৎস্পর্শ হয়ে পারভীন বেগম (৩৫) ও হাজেরা বেগম (৭০) নামে দুই নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও এক নারী। ঝিনাইগাতীর গজারিপাড়া গ্রামের জাহেদ আলীর স্ত্রী পারভীন বেগম বুধবার বেলা ১১টার দিকে নিজ ঘরের ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরএমও ডা. অহিদ ইকবাল তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে শ্রীবরদী উপজেলার বকচর গ্রামের মৃত আশকর আলীর স্ত্রী হাজেরা বেগম বুধবার দুপুরে তার বসতঘরের বিদ্যুতের তারে আগুন দেখে সুইচ বন্ধ করতে গেলে বিদ্যুৎস্পর্শ হন। ওই সময় তার পুত্রবধূ লাভলী বেগম তাকে বিদ্যুতের সুইচ থেকে সরাতে গেলে তিনিও বিদ্যুৎর্স্প হন। এতে দুজনই গুরুতর আহত হলে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাজেরা বেগমকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর অবস্থাায় লাভলী বেগমকে জেলা সদর হাসপাতালে রেফার করেন।
সুনামগঞ্জ : বুধবার সকালে দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের পূর্বপাড়া খালে লোহার নৌকায় বিদ্যুতের তারের স্পর্শ লেগে নৌকাটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে বিদ্যুৎস্পর্শ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার পানেরস্বর গ্রামের মামুন মিয়া (২৮) ও হাবিবুল্লাহ (৩০)। জানা গেছে, ভাটিপাড়া গ্রামে ইট বিক্রি করে যাওয়ার পথে নিচু বিদ্যুতের লাইনে নৌকার বৈঠা লেগে ঘটনাস্থালেই তাদের মৃত্যু হয়।
চাঁদপুর : জেলার মতলব দক্ষিণে গোসাইপুর গ্রামে বিদ্যুৎস্পর্শ হয়ে মঙ্গলবার দুপুরে গাছের ডাল কাটতে গিয়ে মো. বা”চু খান (৫২) নামে এক গাছিয়ালের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম মৃত মো. নুরুল ইসলাম খান। এলাকাবাসী জানায়, গাছ কাটার সময় গাছের সঙ্গে বিদ্যুতের তারের সংযোগ থাকায় তিনি ওই তারে স্পর্শ হয়ে ঘটনাস্থালেই নিহত হন।
ময়মনসিংহ : গফরগাঁওয়ের হাতিখলা গ্রামে মঙ্গলবার বিকালে বিদ্যুৎর্স্প হয়ে তৌহিদ (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জানা গেছে, টিনের চাল থেকে বল পাড়ার সময় বিদ্যুতের মিটারের তারে হাত জড়িয়ে বিদ্যুৎস্পর্শ হয় তৌহিদ। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা : কলারোয়ায় বিদ্যুৎস্পর্শ হয়ে ইমরান হোসেন নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ইমরান হোসেন কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের কেরামত হোসেনের ছেলে ও আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। স্থাানীয়রা জানায়, ইমরান হোসেন তার ঘরের সিলিংফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে রাতে কলারোয়া উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: