সাংগঠনিক শৃঙ্খলা ফেরানোই ছাত্রলীগের নতুন নেতৃত্বের চ্যালেঞ্জ


প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০১৯ ০০:০০

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:৩২

সাংগঠনিক শৃঙ্খলা ফেরানোই ছাত্রলীগের নতুন নেতৃত্বের চ্যালেঞ্জ

প্রভাত ফেরী ডেস্ক: নতুন নেতৃত্বে ছাত্রলীগ। আর এই নতুন নেতৃত্বের কাছে নেতাকর্মীদের প্রত্যাশা অনেক। কিন্তু তারা কি পারবে সেই প্রত্যাশা পূরণ করতে.? বিশেষ করে প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণ করে সংগঠনকে চাঁদাবাজমুক্ত করা এবং ছাত্রলীগকে নতুনভাবে সংগঠিত করে আগামী সম্মেলন আয়োজন করাই বড় চ্যালেঞ্জ মনে করছে সংশ্লিষ্ট অনেকে। প্রত্যাশার পারদে দুজন ক্লিন ইমেজের পরীক্ষিত ছাত্রনেতা কতটুকু চড়তে পারবেন তা দেখতে কিছুদিন সময় লাগবে।



ছাত্রলীগের ভারপ্রাপ্ত দুই নেতা আল নাহিয়ান খান জয় লেখক ভট্টাচার্যের সামনে এই চ্যালেঞ্জই সবচেয়ে বড় হয়ে দাড়িয়েছে।



অন্যদিকে গতকাল ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সংগঠন থেকে পদত্যাগ করেছেন। ছাত্রলীগের নতুন ভারপ্রাপ্ত সভাপতি সাধারণ সম্পাদক আজ সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে (টিএসসি) আয়োজিত সংবাদ সম্মেলনে তারা তথ্য জানান।



সংগঠনের নামে চাঁদাবাজি, পদ-বাণিজ্য, মাদকসেবন, টাকার বিনিময়ে আওয়ামী লীগের আদর্শ বিরোধীদের পদ দেওয়া বিলাসী জীবনযাপনের অভিযোগের কারণে সংগঠনের ভাবমূর্তি যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, সেখান থেকে সংগঠনকে বের করতে শুরু থেকেই নতুন নেতৃত্বকে বিশেষ দায়িত্বশীল হওয়ার কিছুটা চাপের মুখোমুখি থাকতে হবে জয়-লেখককে।



তবে এত কিছুর পরেও প্রধানমন্ত্রী সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার পরামর্শেই যেন সব সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করেন জয়-লেখককে সেই পরামর্শই দিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী লীগ নেতারা



নতুন ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান জয় বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা সোমবার আনুষ্ঠানিকভাবে সংগঠনের দায়িত্ব গ্রহণ করব। একই সঙ্গে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ এখন এক ব্যানারের নিচে থাকবে। সব ইউনিটকে এক ব্যানারের নিচে নিয়ে আসার কাজ করব।



সময় তাদের সঙ্গে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিৎ চন্দ্র দাস সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শাখার নেতারা উপস্থিত ছিলেন


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top