মেহেরপুর শহর ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে প্রায় শতাধিক হনুমান


প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০১৯ ২২:২৮

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:৩০

মেহেরপুর শহর ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে প্রায় শতাধিক হনুমান

প্রভাত ফেরী ডেস্ক: প্রত্যেক দলে ১০ থেকে  ১২টি করে কয়েক দল হনুমান গত কয়েকদিন ধরে মেহেরপুর জেলায় ঘুরে বেড়াচ্ছে। স্থানীয়দের ধারণা খাবারের জন্যই হনুমানগুলো ভারত থেকে বাংলাদেশে চলে আসছে।



তবে মৌসুমি ফল না থাকায় তাদের খাদ্যের অভাব দেখা দিয়েছে। আর এই কারণেই খাবারের জন্য বিভিন্ন মানুষের বাড়িতে হানা দিচ্ছে এসকল হনুমান। তাই জেলার বিভিন্ন গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে হনুমানের অত্যাচারে।



শহরের মল্লিকপাড়া মোড়ে জামাল মার্কেটের ছাদে দেখা যায় ৩০টির অধিক হনুমান খাবারের জন্য দোকানগুলোতে ঢুকার চেষ্টা করছে। এক দেড় মাস বয়সের বাচ্চা হনুমানগুলো পাশের গাছের ডালে রেখে বয়স্ক হনুমানগুলো খাবারের জন্য নেমে আসছে রাস্তায়, ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন বাড়ির রান্নাঘর পর্যন্ত। এসব হনুমান দেখতে উৎসুক জনতা ভিড়ও করছে। কেউ কলা, পাউরুটি ছুড়ে দিলে সুযোগ বুঝে গাছ থেকে নেমে আসে। তারপর খেয়ে আবার উঠে যাচ্ছে।



স্থানীয় বাসিন্দা তাহের উমর জানান, আশপাশের গ্রামগুলোতে ঘুড়ে বেড়াচ্ছে হনুমানগুলো। আজ গ্রামে তো কাল অন্য গ্রামে। তিনি আরো বলেন, ‘কলা দিচ্ছি, পাউরুটি দিচ্ছি, পানি দিচ্ছি-সবই খাচ্ছে। লোকজন দেখার জন্য আসছে। কেউ কেউ বিরক্তও করছে। বিরক্ত যেন কেউ না করে সেজন্য জনসচেতনতাও করা হচ্ছে।



 কামাল হোসেন নামের এক লোককে দেখা গেল পাশের দোকান থেকে পাউরুটি কিনে হনুমানকে খাওয়াতে। পরিবেশের ভারসাম্য রক্ষায় হনুমানের প্রয়োজন আছে বলে কামাল জানান। একই সময়ে কয়েকজন সনাতন ধর্মের বয়স্ক মহিলাকে দেখা গেল হনুমান দলকে নমস্কার জানিয়ে চলে যেতে।



এদিকে, মেহেরপুর জেলা শহরের উপকণ্ঠে কালাচাঁদপুর, তেরঘরিয়া, বুড়িপোতা, মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে এমন দলে দলে হনুমানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসী। কেউ কাছে গিয়ে ছবি তোলার চেষ্টা করলেই দাঁত খিচিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে।



দারিয়াপুর গ্রামের রাজিব হোসেন জানান, এক সময় মুজিবনগর আম্রকানন বাগোয়ান আম্রকাননে শত শত হনুমানের বাস ছিল। দু-তিন বছর আগেও হনুমান বিলুপ্তির পথে হয়ে গিয়েছিল। হঠাৎ করে দলে দলে হনুমান দেখা যাচ্ছে। অনেক সময় হনুমান মানুষকে বিরক্ত করছে, আবার বেশিরভাগ সময় মানুষই তাদের বিরক্ত করছে।



উপযুক্ত পরিবেশ এবং খাবারের অভাবে ভারত থেকে এসব হনুমান এসেছে বলে রাজিব মনে করেন। এসব হনুমান উদ্ধার করে নিরাপদ পরিবেশে নিয়ে গিয়ে অবমুক্ত করা প্রয়োজন বলেও তিনি মনে করছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top