পাচারের উদ্দেশে জুতার নিচে ২কোটির টাকার স্বর্ণ, আটক ১
প্রকাশিত:
৩ অক্টোবর ২০১৯ ০১:১৩
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪২

প্রভাত ফেরী ডেস্ক: চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক এয়ারক্রাফট ক্লিনারের কাছ থেকে ৩৬টি সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। এ ঘটনায় মো. ইলিয়াস নামের ওই ক্লিনারকে আটক করা হয়েছে। সে জুতার নিচে এ সোনার বার বহন করছিল, যার মূল্য প্রায় দুই কোটি টাকা।
বারগুলোর আনুমানিক ওজন চার কেজি ২৫০ গ্রাম। বুধবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস সূত্র জানায়, দুবাই থেকে আসা 'ফ্লাই দুবাই' এর এক যাত্রীর নিয়ে আসা এসব সোনার বার বিমানবন্দরের কাস্টমস পার করার দায়িত্ব নেন মোহাম্মদ ইলিয়াস। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার দেহ তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়। মোহাম্মদ ইলিয়াসের বাড়ি চট্টগ্রামে।
বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তা মো. রিয়াদুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘ইলিয়াস সোনার বারগুলো সংগ্রহ করার পর সেগুলো জুতার তলায় লুকিয়ে পাচারের চেষ্টা করে। দুবাই থেকে বেলা ১১টার দিকে আসা ফ্লাই দুবাইয়ের এফজেড ৫৮৯ ফ্লাইট পরিচ্ছন্নতার কাজ শেষ করে বের হয়ে যাওয়ার সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় সে সোনার বারগুলো বের করে দেয়। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: