উপাচার্যকে কেন্দ্র করে উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


প্রকাশিত:
৪ অক্টোবর ২০১৯ ০০:২০

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪৯

উপাচার্যকে কেন্দ্র করে উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রভাত ফেরী ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . ফারজানা ইসলামের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরব্যানারে উপাচার্য . ফারজানা ইসলামের পদত্যাগ দাবিতে আন্দোলনকারীদের ডাকা ধর্মঘটের কারণে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক একাডেমিক কার্যক্রম।



ছাড়া সকালে ঢাকার উদ্দেশে ক্যাম্পাস ছাড়তে পারেনি শিক্ষকদের কোনো বাস। তবে পূর্ব ঘোষিত ইয়ার ফাইনাল পরীক্ষা ধর্মঘটের আওতামুক্ত ছিল। বুধবার আন্দোলনকারীদের ডাকা সর্বাত্মক ধর্মঘটের মধ্যেবঙ্গবন্ধু শিক্ষক পরিষদএর ব্যানারে উপাচার্যের পক্ষে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষক।



 ২য় দিনের মতো চলছে ধর্মঘট



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলছে।



বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করেনদুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।



ধর্মঘট চলাকালে আজ (বৃহস্পতিবার) সকাল ৮টার দিকে জাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ নতুন প্রশাসনিক ভবনে নিজেদের কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলেও আন্দোলনকারীদের অবরোধের মুখে ফিরে যেতে বাধ্য হন।



এদিকে উপাচার্যকে অপসারণের দাবির যৌক্তিকতা তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের আচার্যের (রাষ্ট্রপতি) কাছে আজ চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনের মুখপাত্র অধ্যাপক রায়হান রাইন।



তিনি বলেন, আমরা আজই বিশ্ববিদ্যালয় সমূহের আচার্যকে (রাষ্ট্রপতি) ফ্যাক্সের মাধ্যমে বর্তমান উপাচার্যকে অপসারণের যৌক্তিতা জানাব। উপাচার্যের দুর্নীতির বিষয়ে তাকে (রাষ্ট্রপতি) অবহিত করব। সেই সঙ্গে নিজেদের মধ্যে বৈঠক করে দুপুরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।



অপরদিকে উপাচার্যপন্থি শিক্ষকদের পক্ষ হতে উপাচার্যের পদত্যাগ দাবিকে উদ্দেশ্যমূলক, অন্যায়, আন্দোলনকারীদের অভিযোগ মিথ্যা ষড়যন্ত্র উল্লেখ করে এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে মানববন্ধন করা হয়। মানববন্ধনে শিক্ষকদের হাতেপ্রিয় ক্যাম্পাস অচল করার ষড়যন্ত্র রুখে দাও, প্রমাণ ছাড়া কাউকে দুর্নীতিবাজ বলা অপরাধ, দুর্নীতির অমূলক অভিযোগ দিয়ে জাহাঙ্গীরনগরকে অচলের ষড়যন্ত্র চলছেলেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top