রংপুরে ট্রেন দুর্ঘটনায় নিহত ১, আহত ৫০
প্রকাশিত:
৪ অক্টোবর ২০১৯ ০৫:২১
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:২৫

প্রভাত ফেরী ডেস্ক: রংপুরে ট্রেনের ইঞ্জিন লাগাতে গিয়ে দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০-৬০ জন ট্রেনযাত্রী। এদের মধ্যে গুরুতর আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে রংপুরের কাউনিয়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, ইঞ্জিন পরিবর্তনের সময় অতিরিক্ত গতির কারণে ট্রেনের ১ ও ২ নং বগির মাঝের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে আপেল মাহমুদ (২০) নামে এক শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হন। আহত হন অন্তত ৫০-৬০ জন যাত্রী। এদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে রংপুর ও কাউনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাউনিয়া ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তিনি জানান, রংপুর হয়ে সান্তাহার থেকে পঞ্চগড়গামী উত্তর বঙ্গ মেইল নামের একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় ব্রেক ফেল করে। ইঞ্জিনটি দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে ধাক্কা দিলে দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়। বগিতে থাকা যাত্রীদের মধ্যে একজন নিহত হন। আহত হন আরও ৩০ জন। খবর পেয়ে কাউনিয়া ও রংপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে কাউনিয়া হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: