রাজধানীতে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশিত:
৪ অক্টোবর ২০১৯ ২০:৪০
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৩৪

প্রভাত ফেরী ডেস্ক: বাড্ডার আফতাবনগর এলাকায় নৌকাডুবির ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া দুই শিক্ষার্থী তানভির মাহাতাব সামি (১৬) ও মো. সাকিব (১৬)। তারা স্থানীয় পূর্ব বাড্ডা হাজী আলমাছ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, নৌকায় করে সাত জন বাড্ডা থেকে আফতাবনগর যাচ্ছিল। এদের কেউই সাঁতার জানতো না। মাঝপথে নৌকা কাত হয়ে ডুবে গেলে দু’জন তীরে উঠতে পারেনি। বাকিরা উঠে আসে। পরে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুইজন স্কুলছাত্র। তারা পূর্ব বাড্ডা ৫ তলা গলি এলাকায় থাকত।
ওসি আরও জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে স্কুলের সাত বন্ধু ফুটবল খেলার জন্য আফতাব নগর আলমগীরের মাছের খামারে নৌকা দিয়ে পার হচ্ছিল তারা। একপর্যায়ে নৌকা ডুবে গেলে পাঁচ জন সাঁতরে উপরে উঠলেও দুইজন পানিতে তলিয়ে যায়। পরে ডুবুরিরা তাদের মৃতদেহ উদ্ধার করে। নিহত দুজনই নবম শ্রেণীর ছাত্র।
সামির বাবা বিপ্লব ব্যাপারী মালয়েশিয়া প্রবাসী। তার মা রেবেকা সুলতানা। দুই ভাই, এক বোনের মধ্যে সামি দ্বিতীয়। তাদের বাড়ি মাদারীপুরের শীপচড় গ্রামে।
সামির খালা বিথি আকতার জানান, তাদের বাড়ি বাড্ডার পোস্ট অফিস গলিতে। সে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল কিন্তু সাতার না জানায় পানিতে ডুবে মারা গেছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: