চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ বাবা-ছেলের লাশ উদ্ধার
প্রকাশিত:
৯ অক্টোবর ২০১৯ ২৩:৩০
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪২

প্রভাত ফেরী ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবির ২৪ ঘণ্টা পর নিখোঁজ বাবা শাহাবুদ্দিন (৪৭) ও তার ছেলে আব্দুল্লাহর (৮) মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার সকাল ৮টার দিকে নিখোঁজ হওয়ার সদর উপজেলার বান্নাপাড়ায় নদীর কিনারা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম।
মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার ১৩ রশিয়া দক্ষিণ পাঁকা গ্রামের শাহাবুদ্দিন আহম্মেদ (৪৭) ও ছেলে আব্দুল্লাহ (৮) মঙ্গলবার সকালে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের ডুবুরিদল রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও তাদের সন্ধান পায়নি। আলো স্বল্পতার কারণে ফায়ার সার্ভিসের ডুবুরিদলটি অভিযান বন্ধ রাখে।
নিহতের চাচাত ভাই জুয়েল জানান, শাহাবুদ্দিন ও আব্দুল্লাহ মঙ্গলবার সকালে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হবার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৮টা পর্যন্ত চেষ্টা করেও লাশ খুঁজে পায়নি। আলো স্বল্পতার কারণে ফায়ার সার্ভিসের ডুবুরি দলটি অভিযান পরিত্যক্ত ঘোষণা করে। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পদ্মা নদীর তীর থেকে লাশ দুটি পাই।
বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বান্নাপড়া নামক স্থানে পদ্মা নদীর কিনারা থেকে ভাসমান অবস্থায় শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পরে প্রায় ৫০০ গজ দূরে ছেলে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয় বলে জানান পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড সদস্য তোরিকুল ইসলাম ও ৩ নম্বর ওয়ার্ড সদস্য রমজান আলী।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: