কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন


প্রকাশিত:
১৫ অক্টোবর ২০১৯ ০৫:২৬

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৫১

কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন

প্রভাত ফেরীডেস্ক: কুমিল্লা জেলার দাউদকান্দিতে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যা মামলার রায়ে আসামিকে ফাঁসির দণ্ড দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই রায়ে আরও জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।



সোমবার (১৪ অক্টোবর) ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. আব্দুল হালিম রায় দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।



মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মোহাম্মদ হারুন মিয়া, তার ছেলে মোহাম্মদ সজিব রাজিব, মোহাম্মদ শাওন, আমীন, রভু, মোহাম্মদ মমিন, মহসিন আবু তাহের। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মতিন, শাহ পরান, শামীম খোকন মিয়া।



কুমিল্লার নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ, ‘কুমিল্লার দাউদকান্দি থানায় ২০১৩ সালের ১ ডিসেম্বর দায়ের করা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় আজ আদালত ৯ জনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই রায়ে আদালতে আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। অন্যদিকে সাক্ষ্য প্রমাণে দোষী সাভ্যস্ত না হওয়ায় আদালত তিন জনকে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।



প্রসঙ্গত, ২০১৩ সালের ১ ডিসেম্বর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর গ্রামে জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় জাহাঙ্গীরের বাবা ফজর আলী মামলা দায়ের করেন। দুই বছর পর মামলাটি বিচারের জন্য চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top