বন্দুকযুদ্ধে খুলনার সুন্দরবন ও হবিগঞ্জে নিহত ৫
প্রকাশিত:
১৫ অক্টোবর ২০১৯ ২৩:৫৬
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৩৮

প্রভাত ফেরী ডেস্ক: খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনে ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় র্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৫ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন কয়রায় সুন্দরবন এলাকায় নিহত হন। তারা সবাই বনদস্যু বলে জানিয়েছে র্যাব। অপরদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’একজন নিহত হয়েছে। পুলিশের দাবি সে ডাকাত দলের সদস্য ছিলো।
সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ বনদস্যু নিহত
খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু বাহিনী প্রধান আমিনুলসহ চারজন নিহত হয়েছেন। এতে দুই র্যাব সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার সকালে সুন্দরবনের গহীনে এ ঘটনা ঘটে।
নিহত বনদস্যুরা হলেন- আমিনুল বাহিনীর প্রধান আমিনুল ইসলাম, সেকেন্ড ইন কমান্ড রফিকুল ইসলামসহ চারজন।
র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ সাংবাদিকদের জানান, জলদস্যু আমিনুল বাহিনীর সঙ্গে সুন্দরবনের কয়রা এলাকায় র্যাবের ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে আমিনুল বাহিনীর প্রধান আমিনুল ও তার সেকেন্ড ইন কমান্ড রফিকসহ চারজন নিহত হয়েছেন। র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
হবিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ডাকাত দলের সদস্য নিহত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কুদরত আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি ডাকাত সদস্য ছিলেন।
মঙ্গলবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী পুরাসুন্ধা বাঁশবাগান এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ডাকাত হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের ওমর আলীর ছেলে। এ ঘটনায় হবিগঞ্জ ডিবির ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, কুদরতসহ ১০/১২ জনের একদল ডাকাত পুরাসুন্ধা বাঁশবাগান এলাকায় বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশ ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতদল পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যান কুদরত। এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুইটি রামদা, পাঁচ রাউন্ড গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: