কুষ্টিয়ায় কৃষক হত্যায় স্ত্রী-ভাইপোসহ চারজনের মৃত্যুদণ্ড


প্রকাশিত:
১৭ অক্টোবর ২০১৯ ০০:৪৫

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪৭

কুষ্টিয়ায় কৃষক হত্যায় স্ত্রী-ভাইপোসহ চারজনের মৃত্যুদণ্ড

প্রভাত ফেরী ডেস্ক: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কৃষক হানিফ খামারুজ হত্যা মামলায় তার দ্বিতীয় স্ত্রীসহ চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।



বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।



দণ্ডপ্রাপ্তরা হলেন ভেড়ামারা উপজেলার আড়কান্দি গ্রামের লরু কসাই ওরফে জাকির প্রামাণিকের ছেলে মো. শ্যামল প্রামাণিক (৪০), মৃত. বাদশা আলী মণ্ডলের ছেলে আসমত আলী মণ্ডল (৪৩), নিহতের ভাইপো মৃত. মিরাজ উদ্দিন খামারুজের ছেলে মুকুল হোসেন (৩৮) এবং নিহতের দ্বিতীয় স্ত্রী দোলেনা বেগম।



আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালে ১১ এপ্রিল ভেড়ামারা উপজেলার থানার মাধবপুরে জমি থেকে কৃষক হানিফের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ঘটনায় একইদিন উপজেলা থানায় ছেলে আমিনুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ১৫ জুন মামলায় চার্জশিট দাখিল করে পুলিশ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top