সারাদেশে বন্দুকযুদ্ধে নিহত ৪


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০১৯ ২২:০৬

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:২০

সারাদেশে বন্দুকযুদ্ধে নিহত ৪

প্র্রভাত ফেরী ডেস্ক: তিন জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গাসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাত ও শুক্রবার ভোররাতে ময়মনসিংহ, কক্সবাজার ও জয়পুরহাটে এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা ডাকাতি, মাদক ও অপহরণে জড়িত ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।



টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতরা হলেন উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের এ ব্লকের সুলতান আহম্মেদের ছেলে আবুল হাসিম (২৫) এবং একই শিবিরের সি ব্লকের আবু সিদ্দিকের ছেলে নূর কামাল (১৯)।

শুক্রবার ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং লম্বাবিল এলাকায় নাফ নদীর তীরে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। বিজিবি বলছে, নিহত দুইজন ইয়াবা পাচারকারী ছিল। তারা মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান নিয়ে আসছিল।



বিজিবি জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, একটি দেশীয় বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজসহ কিরিচ জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজিবি তিন সদস্যও আহত হয়েছে। টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান শুক্রবার সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।



ময়মনসিংহে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোতালেব নামে এক ব্যক্তি মারা গেছেন। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ব্যক্তি ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন।



নিহত আব্দুল মোতালেব গফরগাঁওয়ের রসুলপুর ছয়আনি এলাকার কেটু শেখের ছেলে।  



বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা বিভাগের ওসি শাহ কামাল আকন্দ জানান, গফরগাঁওয়ের রসুলপুর বাজারের পাশে পরিত্যক্ত একটি বাড়িতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রথমে তাদের লক্ষ্য করে গুলি করে ডাকাত দলের সদস্যরা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল তল্লাশি করে আব্দুল মোতালেবকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



জয়পুরহাটে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত



জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ আমিনুল ইসলাম ক্যাসেট নামে এক ব্যক্তি মারা গেছেন। পুলিশ জানিয়েছে, প্রায় এক ডজন মামলার আসামি ক্যাসেটকে দীর্ঘদিন থেকে খোঁজা হচ্ছিল।



শুক্রবার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার ভুতগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আমিনুল ইসলাম ক্যাসেট উপজেলার পেয়ারা গ্রামের মৃত শাহাবুল ইসলামের ছেলে।



পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, মাদক-ছিনতাই-অপহরণের অভিযোগে দায়ের হওয়া প্রায় এক ডজন মামলার পলাতক আসামি ছিলেন ক্যাসেট। রাতে আমাদের কাছে তথ্য আসে— ভুতগাড়ী গ্রামে ক্যাসেট তার দল নিয়ে অপহরণের প্রস্তুতি নিচ্ছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তারা গুলি ছুড়তে শুরু করে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়।



এতে ক্যাসেট গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুই পুলিশ সদস্য আহত হয়েছেন, তাদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান মুনসুর রহমান।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top