এবার ভোলায় এসপির ফেসবুক আইডি হ্যাক


প্রকাশিত:
২২ অক্টোবর ২০১৯ ২২:৪৮

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:২৫

এবার ভোলায় এসপির ফেসবুক আইডি হ্যাক

প্রভাত ফেরী ডেস্ক: মাত্র ২ দিন আগেই ফেসবুক আইডি হ্যাকের মাধ্যমে ভোলায় ঘটে গেল এক অনাকাঙ্খিত ঘটনা। যার মাধ্যমে নিহত হয়েছে ৪ জন এবং আহত হয়েছে প্রায় শতাধিক। তারই রেশ ধরে এবার ভোলার পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সারের ফেসবুক আইড হ্যাকড হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২১ অক্টোবর) রাত থেকে তার ফেসবুক অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে না।



ভোলা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন তথ্য নিশ্চিত করে জানান, গতকাল সোমবার রাতের কোনো এক সময় পুলিশ সুপারের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। বিষয়ে সকালে তিনি থানায় জিডি করেছেন। জিডি নং ৯৯৩।



ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিপ্লব চন্দ্র বৈদ্যর ফেসবুক মেসেঞ্জারে মহানবীকে (সা:) নিয়ে কটূক্তির ঘটনায় জনতা-পুলিশ সংঘর্ষে জন নিহত শতাধিক আহত হন। ঘটনায় সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ ভোলার পুলিশ সুপারের প্রত্যাহার দাবি করে আসছে। সোমবার তারা এদাবিসহ দফা দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top