চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
প্রকাশিত:
২৯ অক্টোবর ২০১৯ ২৩:৩০
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪৭

প্রভাত ফেরী ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কথিত বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে র্যাব। মৃত তিনজন আন্ত:জেলা ডাকাতদলের সদস্য দাবি করলেও তাদের নাম-পরিচয় জানাতে পারেনি র্যাব।
সোমবার (২৮ অক্টোবর) গভীর রাত সাড়ে ৩টায় উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়েছে বলে র্যাব দাবি করেছে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বলে তিনি জানান।
পুলিশ উপ-পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ লাশ তিনটি উদ্ধার করে রাত তিনটার সময় সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসকরা তাদের ইসিজি করে মৃত ঘোষণা দেন। নিহত তিনজনের মধ্যে দুই জনের প্যান্ট পড়া ও অন্যজনের পরনে লুঙ্গি ছিল।
শাফায়াত জামিল ফাহিম অপর এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘ডাকাতির উদ্দেশ্যে আন্তঃজেলা ডাকাত দলের একটি চক্র ছোট কুমিরা বাজার এলাকায় অবস্থান করছে খবর পেয়ে র্যাবের টহল টিম ওই এলাকায় যায়। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তিন জনের মরদেহ পাওয়া যায়। মরদেহগুলো উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: