আসামি ধরতে গিয়ে দুর্ঘটনায় ২ পুলিশ নিহত


প্রকাশিত:
১ নভেম্বর ২০১৯ ১২:১২

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:২৮

আসামি ধরতে গিয়ে দুর্ঘটনায় ২ পুলিশ নিহত

প্রভাত ফেরী ডেস্ক: নওগাঁর ধামইরহাট উপজেলার হযরতপুর এলাকায় মোটরসাইকেকে করে আসামি নিয়ে আসার সময় একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাসির উদ্দিন কনষ্টেবল মনির হোসেন নিহত হয়েছেন।



বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন এলাকায় অভিযান শেষে ১১৩ বোতল ফেনসিডলসহ এক ছাত্রলীগ নেতাকে আটক করে ফেরার পথে হযরতপুরে দুর্ঘটনাটি ঘটে।



নিহতরা হলেন- জেলা গোয়েন্দা শাখার এএসআই বাসির কনস্টেবল মুনির উদ্দিন। তাদের দুজনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জ জেলায়।



নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামছুদ্দিন বলেন, তারা দুজনই মোটরসাইকেলযোগে নওগাঁ থেকে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণে অভিযানে যাচ্ছিলেন। পথে আগ্রাদ্বিগুণ বাজারের আগে খাদ্যগুদামের পাশে রাস্তায় মোড় নেয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।



এতে ঘটনাস্থলেই কনস্টেবল মুনির উদ্দিন মারা যান। গুরুতর আহতবস্থায় এএসআই বাসিরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে নওগাঁয় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।



জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম সামসুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির পুলিশের একদল টিম ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন এলাকা অভিযান চালিয়ে মাদক মামলার আসামি সাপাহার উপজেলার ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক নুর আলম পিংকীকে আটক করে এবং তার কাছ থেকে ১১৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। মোটরসাইকেলে করে তারা আসামিকে নিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top