কৃষক লীগের নতুন সভাপতি সমীর চন্দ্র, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম
প্রকাশিত:
৭ নভেম্বর ২০১৯ ০৫:৫৫
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪৯

প্রভাত ফেরী ডেস্ক: কৃষক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সমীর চন্দ চন্দ্র। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উম্মে কুলসুম স্মৃতি।
বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তারা নির্বাচিত হন।
আগামী ৭ দিনের মধ্যে কৃষক লীগের গত কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক শামসুল হক রেজার সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটির খড়সা তৈরি করা হবে।
এদিন নতুন নেতা নির্বাচনের জন্য রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন বসে। সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আলাপ-আলোচনা ও সমাঝোতার ভিত্তিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মতামত সাপেক্ষে সমীর ও স্মৃতিকে যযাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি হিসেবে ১৩ জন এবং সাধারণ সম্পাদক হিসেবে ১১জন প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রার্থীদের সঙ্গে বসে বেশ কিছুক্ষণ বৈঠক করেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
নতুন সভাপতির দায়িত্ব পাওয়ায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে সমীর চন্দ্র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গুরুদায়িত্ব আমাকে দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করব। বাংলার কৃষকের মুখে হাসি ফোটাতে কৃষক লীগ কার্যকর ভূমিকা রাখবে। একইসঙ্গে দলের সকল কর্মসূচি সফল করতে দলীয় নেত্রীর হাত শক্তিশালী করতে কৃষক লীগ অগ্রণী ভূমিকা রাখবে।’
নতুন সাধারণ সম্পাদক উম্মে কুলসুম বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আমাদের ওপর আস্থা রেখে যে নতুন দায়িত্ব অর্পণ করেছেন, সেই আস্থার প্রতিদান দিতে আমরা প্রস্তুত রয়েছি। সারাবাংলাদেশের কৃষকদের সংগঠিত করে কৃষক লীগ আরও শক্তিশালী হবে।’
নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আগের কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা বলেন, ‘নেত্রী যে নতুন কমিটি মনোনীত করেছেন, তাদের অভিনন্দন জানাই। তাদের নেতৃত্বে কৃষক লীগ আরও বেশি সংগঠিত হবে বলে আমি বিশ্বাস করি। সংগঠনের অভিভাবক হিসেবে আমি সবসময় পাশে থাকব। যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রয়োজনে কৃষক লীগের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: