সারাদেশে চলছে বাসচালকদের কর্মবিরতি, সাধারণ মানুষ চরম দুর্ভোগে
প্রকাশিত:
২০ নভেম্বর ২০১৯ ০০:৩১
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪৯

প্রভাত ফেরী ডেস্ক: চালকদের কর্মবিরতির কারণে চলছে না বাস। নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে কোনও ধরনের ঘোষণা ছাড়া সোমবার (১৮ নভেম্বর) থেকে দেশের বিভিন্ন জেলায় ধর্মঘট ও কর্মবিরতি পালন করছেন বাসচালক ও শ্রমিকরা। আর এতেই সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে, নয় দফা দাবিতে বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার বেলা পৌনে ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান।
সংগঠনটির দাবী, লাইট লাইসেন্স দিয়ে ভারী গাড়ি চালানো যায় না। কিন্তু ভারী গাড়ি চালানোর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) লাইসেন্সও দিচ্ছে না। আর এ কারনেই জরিমানা করা হচ্ছে ২৫ হাজার টাকা। আর এতো টাকা একজন ড্রাইভারের পক্ষে দেয়া কোনভাবেই সম্ভব না। তাই উনারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন। আর সেটা আগামীকাল থেকেই শুরু হবে।
অপরদিকে, নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হয়েছে গত ১ নভেম্বর। তবে প্রয়োগ শুরু হয়েছে গতকাল সোমবার থেকে। প্রথম দিনেই রাজধানীতে আটটি মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আর এ জন্য আজ থেকে রাজধানী ঢাকাতেও গণপরিবহনের সংখ্যা খুবই কম। যাতে রাজধানীর মানুষ খুবই দুর্ভোগে পড়েছেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: