চট্টগ্রামের বোয়ালখালীতে বন্য হাতির আক্রমণ: নিহত ৩


প্রকাশিত:
২৫ নভেম্বর ২০১৯ ০১:৪০

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪০

চট্টগ্রামের বোয়ালখালীতে বন্য হাতির আক্রমণ: নিহত ৩

প্রভাত ফেরী ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বন্য হাতির আক্রমণে তিন জন নিহত হয়েছেন।  বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।



আজ রোববার (২৪ নভেম্বর) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল, চান্দেরহাট ও কুমারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।  নিহতরা হলেন- কধুরখীল এলাকার আবু তাহের মিস্ত্রি,  চান্দেরহাট গ্রামের জাকের হোছাইন ও শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের কুমার পাড়ার আব্দুল মাবুদ। 



কধুরখীল এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল করিম জানান, সকালে কধুরখীল তৈয়্যবিয়া তাহেরীয়া সুলতান মোস্তফা কমপ্লেক্সের পূর্বপাশে শরীফ পাড়া এলাকায় শস্যখেতে কাজ করার সময় স্থানীয় আবদুল লতিফ মিস্ত্রির সন্তান আবু তাহের মিস্ত্রি ৪-৫টি হাতির আক্রমণের শিকার হন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক। নিহতের বাড়ি কধুরখীল শরীফপাড়া এলাকায়।



অন্যদিকে পূর্ব সৈয়দনগরে হাতির আক্রমণে মারা গেছেন খরণদ্বীপ বিজান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকের হোছাইন (৬৫)। তিনি চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব সৈয়দনগর জাকের মাস্টারের বাড়ির মৃত আবদুল মোনাফের ছেলে।



বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মুহম্মদ হেলাল উদ্দীন ফারুকী জানান, সকাল সাড়ে ৬টার দিকে মধ্যম কধুরখীল গ্রামের চৌধুরীহাট জমিতে কাজ করার সময় হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান আবু তাহের। আর নিহত জাকের হোছাইন সকাল ৭টার দিকে বাড়ির পাশে জমিতে কাজ করার সময় হাতির আক্রমণে গুরুতর আহত হন। পরে জাকেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া আব্দুল মাবুদ খরণদ্বীপ শান্তি বাজারের পাশে জমিতে কাজ করার সময় হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যান।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top