নৌ-শ্রমিকদের ধর্মঘটে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ


প্রকাশিত:
১ ডিসেম্বর ২০১৯ ০৬:১২

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৩৪

প্রভাত ফেরী ডেস্ক: ১১ দফা দাবি‌তে পূর্ব‌ঘোষণা অনুযায়ী লাগাতার কর্ম‌বিরতি শুরু ক‌রে‌ছে বাংলা‌দেশ নৌযান শ্র‌মিক ফেডা‌রেশন। শুক্রবার (২৯ নভেম্বর) মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে নদীবন্দর ও লঞ্চ টার্মিনালগুলো নৌযান শূন্য দেখা গেছে। দুর্ভোগের শিকার হচ্ছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। অনেকে ঘাটে এসে ফিরে যাচ্ছেন।

বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের ১৪ দফা ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১১ দফা বাস্তবায়নের দাবিতে এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ ঘোষণা দেন বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার মাস্টার।

শনিবার (৩০ নভেম্বর) সকালে সদরঘাট থেকে দু’একটি লঞ্চ ছেড়ে গেলেও বরিশাল চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের রুটে কোনো লঞ্চ ছাড়েনি। বরিশালের স্থানীয় ৩৩ টি ও ঢাকার সঙ্গে চলাচলকারী ১০ টি লঞ্চের দেখা মেলেনি।

সকালে সদরঘাট লঞ্চ টামিনালে শরিয়তপুর ও চাঁদপুরগামী কয়েকটি লঞ্চ ছেড়ে যায়। এসব লঞ্চের মালিকপক্ষ সরাসরি সদরঘাটে এসে লঞ্চ ছাড়ছেন। তবে শ্রমিক পক্ষকে সদরঘাটে দেখা যায়নি।

যে সকল দাবিতে শ্রমিক ধর্মঘট-

১. বাল্কহেডসহ সব নৌ-যানে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ।

২.২০১৬ সালের ঘোষিত গেজেট মোতাবেক কেরাণী, কেবিনবয় ও ইলেকট্রিশিয়ানসহ সব নৌ-শ্রমিককে বেতন প্রদান।

৩.ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান ও হয়রানি বন্ধ।

৪.সব নৌ-শ্রমিককে মালিক কর্তৃক খাদ্যভাতা প্রদান। এনড্রোস, ইনচার্জ, টেকনিক্যাল ভাতা পুনর্নির্ধারণ।

৫.কর্মস্থলে ও দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ।

৬.নৌ-শ্রমিককে মালিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক দিতে হবে।

৭.নৌ-শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।

৮.নদীর নাব্যতা রক্ষা ও প্রয়োজনীয় মার্কা, বয়া ও বাতি স্থাপন।

৯.মাস্টার/ড্রাইভার পরীক্ষা, সনদ বিরতণ, সনদ নবায়ন, পরিদর্শনসহ নৌ পরিবহন অধিদফতরের সব প্রকার অনিয়ম ও শ্রমিক হয়রানি বন্ধ।

১০.চট্টগ্রাম, মোংলা, পায়রা বন্দরে আউটারে চলাচলকারী শ্রমিকদের সি-এলাউন্স দিতে হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top