ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি আজাদ, সাধারণ সম্পাদক রিয়াজ
প্রকাশিত:
২ ডিসেম্বর ২০১৯ ০৫:৩৭
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪৯

প্রভাত ফেরী ডেস্ক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে ইংরেজি দৈনিক ইন্ডিপেনডেন্টের বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম আজাদ এবং সাধারণ সম্পাদক পদে এশিয়ান মেইল টোয়েন্টিফোর ডটকমের প্রধান প্রতিবেদক রিয়াজ চৌধুরী নির্বাচিত হয়েছেন।
এবার ২০২০ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।
শনিবার সকাল ৯টা থেকে কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলে বিকেল ৫টা পর্যন্ত। ১৬৩৫ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৩২৯ জন।
শনিবার (৩০ নভেম্বর) রাতে ডিআরইউ কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মঞ্জুরুল আহসান বুলবুল-২০২০ সালের ডিআরইউ-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রিয়াজ চৌধুরী। তিনি পেয়েছেন ৫৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম হাসিব পেয়েছেন ৫৬৫ ভোট ও শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল) ১৮৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে হাবীবুর রহমান ৬৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটকম প্রতিদ্বন্দ্বী মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৬২৬ ভোট।
অন্যদিকে ডিআরইউ-এর সহসভাপতি নির্বাচিত হয়েছেন নজরুল কবির, তিনি পেয়েছেন ৪৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদুল হক ৪৪১ ভোট ও ওসমান গনি বাবুল পেয়েছেন ৩৩৯ ভোট। এদিকে যুগ্ম সম্পাদক পদে হেলিমুল আলম বিপ্লব ৮৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহদী আজাদ মাসুম পেয়েছেন ৪৩০ ভোট।
এরআগে, ২১ পদের মধ্যে অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, নারীবিষয়ক সম্পাদক রীতা নাহার ও কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ ও আপ্যায়ন সম্পাদক এম এইচ আখতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দফতর সম্পাদক পদে জাফর ইকবাল পেয়েছেন ৬৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জান্নাতুল ফেরদৌসি পান্না পেয়েছেন ৫৯২ ভোট।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: