আজ থেকে সরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু
প্রকাশিত:
২ ডিসেম্বর ২০১৯ ২৩:৩৮
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:২৮

প্রভাত ফেরী ডেস্ক: রাজধানী ঢাকার সরকারি ৪২টি স্কুলে ভর্তিযুদ্ধ শুরু হয়েছে আজ থেকে। অনলাইনে রাত ১২টা থেকে ১৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ভর্তি আবেদন করা যাবে। এবারও লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ১৪টি স্কুলে ৬ বছর বয়সি শিশু প্রথম শ্রেণিতে ভর্তি হতে পারবে। এ ছাড়া দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষা এবং নবম শ্রেণিতে জেএসসি ও জেডিসি পরীক্ষার জিপিএর ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ঢাকা মহানগরীর স্কুল পার্শ্ববর্তী শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ এলাকা কোটায় ভর্তির সুযোগ পাবে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের (https://www.gsa.teletalk.com.bd) ভর্তির আবেদনের কার্যক্রম সম্পন্ন করতে হবে। ৪২টি স্কুলকে ‘এ’, ‘বি’, ‘সি’ তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে ১৪টি করে স্কুল রয়েছে।
‘এ’ গ্রুপের স্কুলের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, ‘বি’ গ্রুপের স্কুলের ভর্তি পরীক্ষা ১৯ ডিসেম্বর, ‘সি’ গ্রুপের স্কুলের ভর্তি পরীক্ষা ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দ্বিতীয়-অষ্টম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে ভর্তির জন্য শিক্ষার্থী ভর্তি করা হবে। দ্বিতীয়-তৃতীয় শ্রেণি পর্যন্ত পূর্ণমান-৫০, এর মধ্যে বাংলা-১৫, ইংরেজি-১৫, গণিত-২০ নম্বরে পরীক্ষা নেওয়া হবে।
ভর্তি পরীক্ষার সময় ১ ঘণ্টা। চতুর্থ-অষ্টম শ্রেণি পর্যন্ত পূর্ণমাণ-১০০। এর মধ্যে বাংলা-৩০, ইংরেজি-৩০, গণিত-৪০ এবং ভর্তি পরীক্ষার সময় হবে ২ ঘণ্টা। এ ছাড়া ১৪টি স্কুলে লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে শিশুদের ভর্তি করা হবে।
প্রথম শ্রেণি আছে এমন স্কুলগুলো হচ্ছে- গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, আজিমপুর গভ. গালর্স স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল (ফিডার শাখা), ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল (ফিডার শাখা), শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়, শহীদ মনু মিঞা সরকারি উচ্চ বিদ্যালয়, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় (ফিডার শাখা)।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: