টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত, আহত ৫


প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০১৯ ২২:৫৯

আপডেট:
১০ ডিসেম্বর ২০১৯ ০০:৩৮

ধুমড়ে মুছড়ে যাওয়া প্রাইভেট কার

প্রভাত ফেরী ডেস্ক: টাঙ্গাইলে কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচ জন। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আইবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। হতাহতরা মাইক্রোবাসে করে সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইলে এক আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার সাহেববাজার এলাকার বাসিন্দা আব্দুল করিম সরকার, তার স্ত্রী মাতুয়ারা বেগম মিতু ও মেয়ে কানিজ ফাতেমা। আহতরা হলেন, নিহত করিমের জামাতা হাজী সেলিম, নাতি সামি, ইমদাদুল হক, রুনা, মেঘলা। আহতদের সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইবুর রহমান জানান, সকালে সেতুর পূর্ব দিকের টোলপ্লাজার কাছে একটি কাভার্ডভ্যানের সঙ্গে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা দুই নারীসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top