বরিশালের বানারীপাড়ায় প্রবাসীর বাড়িতে তিনজনকে হত্যা


প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০১৯ ২৩:৪৮

আপডেট:
৮ ডিসেম্বর ২০১৯ ০১:১৮

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: বরিশালের বানারীপাড়ায় কুয়েত প্রবাসীর বসতবাড়ি থেকে তার দুই স্বজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া তাঁর খালাতো ভাইয়ের লাশ বাড়ির পিছনের পুকুর থেকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এই ঘটনা ঘটলেও শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন-মারিয়াম বেগম (৭০), মো. আলম (৭৫) ও মো. ইউসুফ (১৮)। পুলিশ জানায়, বৃদ্ধা মরিয়মের মরদেহ মেলে ঘরের বেলকনিতে, শফিকুল আলমের মরদেহ অন্য ঘরে এবং পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় ইউসুফের মরদেহ পাওয়া যায়। 

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে খবর পেয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

তিনি জানান, মরিয়মের বাড়িতে মাঝে মাঝে থাকতেন বোনের ছেলে ইউসুফ। জামাতা আলম হাওলাদারও দুদিন আগে বেড়াতে আসেন। ওই বাড়ির সব ঘরের দরজা জানালা বন্ধ ছিল, শুধু ছাদের দরজা খোলা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ডের পর তারা ছাদ দিয়ে পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।।

এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও এসময় উল্লেখ করেন তিনি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top