খুলনায় অনশনে থাকা এক পাটকল শ্রমিকের মৃত্যু


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০১৯ ০৭:১১

আপডেট:
১৩ ডিসেম্বর ২০১৯ ২২:৩৬

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: খুলনায় পাটকল শ্রমিকদের অনশনে থাকা এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই শ্রমিকের নাম আবদুস সাত্তার (৫৫)। তিনি খুলনার প্লাটিনাম জুট মিলের শ্রমিক ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বলেন, প্লাটিনাম জুট মিলের তাঁত বিভাগের শ্রমিক আব্দুস সাত্তার অনশনরত অবস্থায় সকালে অসুস্থ হয়ে পড়লে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যায় মারা যান তিনি।

প্লাটিনাম জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান বলেন, অনশনে অসুস্থ হয়ে গেলে প্লাটিনাম জুট মিলের শ্রমিক সাত্তারকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকদের স্লোগান আর কান্নায় ভারী ওঠে গোটা শিল্পাঞ্চল।

১১ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকলশ্রমিকদের ওই আমরণ অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত আটটি মিলের শ্রমিকেরা। এই অঞ্চলে থাকা ৯টি পাটকলের মধ্যে শুধু যশোরের কার্পেটিং জুট মিলের শ্রমিকেরা কর্মসূচি পালন করছেন না।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top