ট্রাকচাপায় প্রাণ হারালেন অটোরিকশার তিন আরোহী


প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০১৯ ২৩:৩২

আপডেট:
২০ ডিসেম্বর ২০১৯ ০২:৪০

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় তীব্র ঠাণ্ডায় কুয়াশার মধ্যে একটি অটোরিকশাকে ধাক্কা দিয়েছে ট্রাক। এতে অটোরিকশার তিন আরোহীর প্রাণ গেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার শশার বাজার এলাকায় ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। অটোরিকশাটি যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল।

নিহতরা হলেন- অটোরিকশাচালক রুবেল মিয়া (২৫), যাত্রী আমিনুল ইসলাম (২৫) ও সাঈম (১৯)।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়মনসিংহ-ফুলপুর সড়কে ফুলপুরগামী একটি ট্রাক ওই এলাকায় ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শীতের সকালে ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top