সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪
প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০১৯ ২২:১৩
আপডেট:
২৪ ডিসেম্বর ২০১৯ ২২:১৪

প্রভাত ফেরী ডেস্ক: বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন আটজন। জেলাভিত্তিক সড়ক দূর্ঘটনার খবর:-
মাদারীপুর : মাদারীপুর সদর ও রাজৈর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত পাঁচজন। সোমবার বিকাল ৩টার দিকে রাজৈর উপজেলার কদমবাড়ী এলাকায় ইঞ্জিনচালিত তিন চাকার মাহিন্দ্রা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের পানিতে পড়ে দুই যাত্রী নিহত হয়। অন্যদিকে বিকাল ৪টার দিকে সদর উপজেলার চরমুগরিয়া সরকারি শিশু পরিবার এলাকায় মাটি টানা ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষিকা নিহত হয়েছেন।
নিহতরা হলেন রাজৈর উপজেলার কদমবাড়ি গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে অনুপম বিশ্বাস (৩২), রতন মজুমদারের ছেলে বিশ্বজিত মজুমদার এবং সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের টিপু মাতুব্বরের স্ত্রী ও ঘটমাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তানজিলা খানম (৪০)। নিহতদের মৃতদেহ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।
রংপুর : রংপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এ সময় সেলিম মিয়া (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার রংপুরের বদরগঞ্জ ও কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল : বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন রুবেল, কুদরত এবং রেশমা বেগম (৪৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার স্যাটারিংয়ের মালামাল ভর্তি একটি পিকআপভ্যান বাকেরগঞ্জ উপজেলার বার আউলিয়াপুর এলাকায় পটুয়াখালী-ঢাকা মহাসড়কে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক রুবেল ও সহযোগী কুদরত নিহত হন। এদিকে নগরীর কাউনিয়া বিসিক এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় রেশমা বেগম নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বগুড়া : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম বকুল নামের এক স্কুল শিক্ষক ও আব্দুল গফফার নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার রাতে বগুড়া-নাটোর মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে। নিহত আব্দুল গফফার নাটোরের সিংড়া উপজেলার মালকুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
লালমনিরহাট : লালমনিরহাটে প্রিজন ভ্যানের ধাক্কায় ফজলুল হক (৫৬) নামে ওয়াসার এক কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাগেরহাট : বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি বাজারের কাছে সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে চালক বাদল খান (৩৭) এবং হেলপার সিরাজ নিহত হয়েছেন। তারা যশোর বসুন্দিয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় লিমন মীর নামের একজন আহত হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে বালুভর্তি ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। রোববার রাত সাড়ে ১০টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের কয়ারোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: