সারাদেশে শীতজনিত রোগব্যাধির প্রকোপ: আক্রান্ত ২ লাখ ৪৭ হাজার


প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০১৯ ০২:২১

আপডেট:
২৬ ডিসেম্বর ২০১৯ ০৩:০৬

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: রাজধানীসহ সারাদেশের হাসপাতালে শীতজনিত রোগব্যাধির প্রকোপ বাড়ছে। অনেকেই এআরআই (একিউট রেসপিরেটরি ইনফেকশন বা তীব্র শ্বাসতন্ত্রের সমস্যা) ও ডায়রিয়াসহ বিভিন্ন ধরনের রোগব্যাধি নিয়ে হাসপাতালে ভিড় করছে। যাদের মধ্যে শিশু-নারী-বৃদ্ধ-বৃদ্ধাসহ সব বয়সের মানুষই রয়েছে।

গত ১ নভেম্বর থেকে গতকাল পর্যন্ত ঢাকাসহ সারা দেশে শীতজনিত রোগে মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪৭ হাজার ২৭৩ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে মোট ৩৯ জনের। যাদের মধ্যে ১৬ জন নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের রোগে এবং চারজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।

এদিকে, শীতের প্রকোপে শীতজনিত রোগের মধ্যে ডায়রিয়ার প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলেছে। রাজধানীর মহাখালী আইসিডিডিআরবি'র কলেরা হাসপাতালেও বাড়ছে রোগীর ভিড়। গত সাত দিনে এ হাসপাতালে ভর্তি হয়েছে পাঁচ হাজার ২০৯ জন। সারা দেশেই ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন রোগীর ভিড় বাড়ছে জেলা-উপজেলার হাসপাতালগুলোতে।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় শীতজনি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০৬ জন। এটি বাংলাদেশের সব সরকারি হাসপাতালের চিত্র। তবে এর বাইরেও অনেকে আক্রান্ত হয়ে বিভিন্ন চিকিৎসকের কাছে ও প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা নিচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে শীতকালীন স্বাভাবিক তাপমাত্রায় বিভিন্ন ধরনের রোগব্যাধি দেখা দেয়। এর মধ্যে সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া, হাঁপানি, টনসিলাটাইসিস, ব্রংকিওলাইটিস, সাইনোসাইটিস, বাত, আর্থ্রাইটিস, চামড়ার শুষ্কতা অন্যতম। এসব রোগ থেকে সুরক্ষায় শীত এড়িয়ে চলতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, গত দুইমাসেরও কম সময়ে রাজধানীসহ সারাদেশে মোট আক্রান্ত রোগীর মধ্যে এআরআইতে ৪১ হাজার ৬৪৫ জন, ডায়রিয়ায় ১ লাখ ৪ হাজার ৭৫৭ জন এবং অন্যান্য রোগে ১ লাখ ১২ হাজার ২৫৫ জন রয়েছেন। তাদের মধ্যে এআরআইতে ১৬ জন, ডায়রিয়ায় ৪ জন এবং অন্যান্য রোগে ২৯ জনের মৃত্যু হয়। অন্যান্য রোগের মধ্যে জন্ডিস, আমাশয়, চোখের প্রদাহ, চর্মরোগ ও জ্বরে আক্রান্ত হওয়ার কথা জানা গেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top