ফের আমরণ অনশনে পাটকল শ্রমিকরা
প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০১৯ ২৩:২২
আপডেট:
৩১ ডিসেম্বর ২০১৯ ১১:৪১

প্রভাত ফেরী ডেস্ক: পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি ও বেতন পরিশোধসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহী ও খুলনার পাটকল শ্রমিকরা ফের অনশনে বসেছে। কর্মসূচি অনুযায়ী রোববার দুপুর ১২টায় খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলীম ও ইস্টার্ন মিলের শ্রমিকরা নিজ নিজ কর্মস্থল ত্যাগ করে খালিশপুর বিআইডিসি রোড, আটরা ও রাজঘাট এলাকার খুলনা-যশোর মহাসড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে খালিশপুর বিআইডিসি রোড, আটরা আলীম ও জেজেআই জুট মিল গেটে অবস্থান নিয়ে অনশনে বসে। তবে নওয়াপাড়া এলাকার জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকরা এ কর্মসূচিতে অংশ নিলেও মিলের উৎপাদন স্বাভাবিক রয়েছে। খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকার রাষ্ট্রায়ত্ত পাটকলের প্রায় ৫০ হাজার শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেয়। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক আ. হামিদ সরদার, যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন, সোহরাব হোসেন প্রমুখ সমাবেশ বক্তব্য রাখেন।
অন্যদিকে রোববার দুপুর আড়াইটার দিকে রাজশাহীর পবা উপজেলার কাটাখালি এলাকায় জুটমিলের ভেতর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মিলের প্রধান ফটকে অবস্থান নিয়ে আমরণ অনশন কর্মসূচি শুরু করে। রাজশাহী জুট মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান বলেন, সরকারি-বেসরকারি অংশীদারির সিদ্ধান্ত বাতিল, কাঁচা পাট কিনতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, অবসরে যাওয়া শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ১১ দফা দাবি না মানা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে।
এর আগে, ১১ দফা দাবিতে ১০ ডিসেম্বর থেকে অনশন কর্মসূচির ডাক দেয় রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ। অনশন কর্মসূচির ৪র্থ দিনে রাত ১২টায় শ্রম প্রতিমন্ত্রীর প্রতিশ্রুতিতে ১৭ ডিসেম্বর পর্যন্ত অনশন স্থগিত ঘোষণা করে আন্দোলনকারীরা। পরবর্তীতে ১৫ ডিসেম্বর বিজেএমসিতে ও ২৬ ডিসেম্বর শ্রম মন্ত্রণালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে দাবির ব্যাপারে কোনো সমাধান না হওয়ায় আবারও অনশন কর্মসূচির ডাক দেন সংগ্রাম পরিষদের নেতারা।
বিষয়: পাটকল
আপনার মূল্যবান মতামত দিন: