বাড়তে পারে শীতের প্রকোপ: সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬.৩ ডিগ্রি সেলসিয়াস
প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২০ ২৩:২৫
আপডেট:
৮ জানুয়ারী ২০২০ ০৫:০৬

প্রভাত ফেরী ডেস্ক: দেশের কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ বইছে গতকাল (সোমবার) থেকে। আজও (মঙ্গলবার) তা অব্যাহত রয়েছে। এই শৈত্যপ্রবাহ ও শীত আরও তীব্র হতে পারে। এদিকে হালকা বৃষ্টিও বইছে কোথাও কোথাও। এ বৃষ্টিও অব্যাহত থাকতে পারে। তাই সারাদেশে আবারও জেঁকে বসেছে শীত। হাড়কাঁপানো শীত অনুভব করছে পঞ্চগড়বাসী। ভোর হতে শুরু হয় ঘন কুয়াশা কনকনে শীত। কিছুক্ষণের জন্য সূর্যের দেখা মিললেও রোদের তীব্রতা নেই। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬.৩ ডিগ্রি সেলসিয়াস।
তেতুঁলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, আজ সকাল দশটায় পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগে সকাল নয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৬.৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শীতের কারণে রংপুরে ব্যাপকভাবে কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ-বালাই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দুই শিশু মারা গেছে।
রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস। এ ব্যাপারে আবহাওয়া অফিসের একজন আবহাওয়াবিদ বলেছেন, তাপমাত্রা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ফারাক সামান্য থাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। তিনি জানান, সকাল থেকে এ অঞ্চলে সূর্যের মুখ দেখা যায়নি। এ অবস্থা আরও ২ থেকে ৩ দিন থাকতে পারে।
উত্তর আর দক্ষিণ-পশ্চিমের বেশিরভাগ জেলায় সকালে থাকছে ঘন কুয়াশায় মোড়ানো। নদী তীরবর্তী অঞ্চলগুলোর পরিস্থিতিও একই রকম। ঘন কুয়াশায় সড়কে যানচলাচল ব্যাহত হচ্ছে। শীতের প্রকোপ বাড়তে শুরু করায় জেলার হাসপাতালগুলোতে দিন দিন শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: