দেশে তৈরি দুই কার্গো জাহাজ ভারতে রফতানি


প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২০ ২২:৫১

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৩৬

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: দেশে তৈরি আরও ২টি কার্গো জাহাজ রফতানি হচ্ছে ভারতে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড নির্মিত ‘জেএসডব্লিউ সিংহগড়’ ও ‘লোহগড়’ নামের জাহাজ দুটি আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রেতার কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকালে কর্ণফুলী নদীতে ওয়েস্টার্ন ক্রুজ জাহাজে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ।

ওয়েস্টার্ন মেরিন জানায়, ভারতের জিন্দাল স্টিল ওয়ার্কস হচ্ছে জাহাজ দুটির ক্রেতা। ১০০ কোটি টাকা মূল্যে জাহাজ দুটি রফতানি করা হচ্ছে। ৮ হাজার ডিডব্লিউটি ধারণক্ষমতার প্রতিটি জাহাজে ১ হাজার ৩০০ কিলোওয়াট এবং ৯০০ আরএমপির দুইটি মেরিন ইঞ্জিন সংযোজিত। শতভাগ লোডেড অবস্থায় এ জাহাজ ১০ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। জাহাজ দুটি ভারতের মুম্বাই ও গোয়ার মধ্যবর্তী জয়গড় বন্দর থেকে মহারাষ্ট্রের ধরমতার বন্দরে খনিজ লোহা ও কয়লা পরিবহন কাজে ব্যবহৃত হবে।

একই কোম্পানির কাছে ২০১৭ সালে ‘রাইগড় ও প্রতাপগড়’ নামে আরও দুটি জাহাজ রফতানি করা হয়েছিল। হস্তান্তর অনুষ্ঠানে ওয়েস্টার্ন মেরিনের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল, আবু আশরাফ, ব্যাংক এশিয়ার ডিএমডি এসএম ইকবাল, ওয়েস্টার্ন মেরিন এমডি ক্যাপ্টেন সোহেল হাসান ও জিন্দাল স্টিলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top