প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজবে কান না দিবেন না: শিক্ষামন্ত্রী
প্রকাশিত:
৩০ জানুয়ারী ২০২০ ২৩:০৬
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৫:১০

প্রভাত ফেরী ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এসএসসি পরীক্ষা যাতে সুষ্ঠু ও নকলমুক্তভাবে অনুষ্ঠিত হয় তার সব ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। তারপরও এ বিষয়ে সবার সহযোগিতা চাই।
বুধবার সকালে চট্টগ্রাম মেরিন একাডেমির ৫৪তম ব্যাচের ক্যাডেট গ্র্যাজুয়েশন প্যারেড ও শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী এ আহ্বান জানান।
এতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
একাডেমির কমান্ড্যান্ট ড. সাজিদ হোসেন এতে স্বাগত বক্তব্য রাখেন। ৫৪ ব্যাচে নটিক্যাল শাখায় ৪৯ জন এবং ইঞ্জিনিয়ারিং শাখায় ৫৫ জন ক্যাডেট তাদের একাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। শিক্ষামন্ত্রী তাদের হাতে সনদ তুলে দেন।
বিষয়: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
আপনার মূল্যবান মতামত দিন: