প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী সেনাপ্রধানের সাক্ষাৎ
প্রকাশিত:
২৪ জুন ২০১৮ ১০:৫৭
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে আজ রবিবার (২৩ জুন) সেনাবাহিনীর বিদায়ী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বৈঠককালে তারা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর সাবেক প্রধানের প্রশংসা করেন।
জেনারেল বেলাল বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন এবং সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তাকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান উপস্থিত ছিলেন। খবর বাসস।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: