এসপি হারুনের চায়ের নিমন্ত্রণে হাসান সরকার
প্রকাশিত:
২৯ জুন ২০১৮ ০৫:৫৫
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:২৩

গাজীপুর পুলিশ সুপার হারুন অর রশীদের চায়ের নিমন্ত্রণে গিয়েছিলেন গাসিকের বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। নির্বাচনের দুদিন পরেই এসপির নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন।
বৃহস্পতিবার (২৮ জুন) এক মামলায় আদালতে হাজিরা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে যান হাসান সরকার।
গত ২৬ জুন অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলমের কাছে হেরে যান বিএনপি এ প্রার্থী। নির্বাচনের সময় পুলিশ সুপারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন হাসান সরকার ও তার দল।
পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাতের বিষয়ে হাসান সরকার বলেন, ‘গাজীপুর কোর্টে হাজিরার তারিখ ছিল। হাজিরার পর ফোনে এসপির সঙ্গে কথা হয়। এসময় তিনি আমাকে তার কার্যালয়ে চায়ের দাওয়াত দেন। পরে তার দাওয়াত রক্ষা করতেই দুপুরে সেখানে যাই।’
এসপির বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না- জানতে চাইলে হাসান সরকার বলেন, ‘খারাপের বিরুদ্ধে সব সময়ই অভিযোগ থাকবে। উনি যেদিন আইজিপি হবেন সেইদিনও থাকবে, এসপি থেকে রিটায়ার্ড করলেও থাকবে। আমি সব সময় খারাপের বিরুদ্ধেই আছি।’
নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের ফুল অথরিটির নির্দেশ ছাড়া যেমন চলতে পারবেন না। পুলিশের বেলাও তাই।’
এসপি হারুন বলেন, ‘উনি কোর্টে এসেছিলেন জামিন নিতে। পরে কোর্ট থেকেই আমাকে কল দেন। পরে তাকে বললাম যাওয়ার সময় এক কাপ চা খেয়ে যাবেন। পরে তিনি আমার কার্যালয়ে এসে চা খান ও সৌজন্য সাক্ষাৎ করেন।’
বিএনপি প্রার্থী নির্বাচন নিয়ে কোনো ধরনের অভিযোগ করেননি বলেও জানান পুলিশ সুপার।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: