বাকি তিন সিটিতে এখন আওয়ামী লীগের নজর


প্রকাশিত:
৩০ জুন ২০১৮ ১৪:৫৯

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:২১

বাকি তিন সিটিতে এখন  আওয়ামী লীগের নজর

সরকারের ধারাবাহিক উন্নয়ন-অর্জনের জন্য গাজীপুরের মতো  রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনেও আওয়ামী লীগের জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করছেন দলটির নীতি-নির্ধারকরা। 

এদিকে গাজীপুরে পরাজিত হলেও তিন সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি। নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও অনিয়ম তুলে ধরতেই সব নির্বাচনে অংশ নিতে চায় তারা। 

 pran জানা গেছে, সর্বশেষ অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে, মেয়র পদে নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম দ্বিগুণ ভোটে পরাজিত করেন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারকে। খুলনার পর গাজীপুরেও বড় ব্যবধানে জয় পাওয়া আওয়ামী লীগের নজর এখন বাকি তিন সিটি করপোরেশন নির্বাচনে।  

তিন সিটির ভোট হবে আগামী ৩০ জুলাই। গেলো বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ-বিএনপিসহ অন্য দলের প্রার্থীরা।  

আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, খুলনার পর গাজীপুর নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। এর ইতিবাচক হাওয়াটা জাতীয় সংসদ নির্বাচনের থাকবে। সামনে তিনটি সিটি নির্বাচন। সেসব নির্বাচনও উৎসবমুখর পরিবেশে হবে এবং সেসব নির্বাচনে আমরা জয় লাভ করবো বলে আমরা শতভাগ আশাবাদী।

এছাড়া সাংগঠনিক সফলতা ও সরকারের ধারাবাহিক উন্নয়নের কারণেই গাজীপুরে নৌকা জয় পেয়েছে বলে মনে করেন দলটির সিনিয়র নেতারা। তারা জানান, দলটি জাতীয় নির্বাচনের আগে বড় শহরগুলোর নির্বাচনে পরাজয় চায় না। খুলনা ও গাজীপুরের মতো বাকি তিন সিটিতেও তারা জয়ী হতে চেষ্টা চালাবে। জনগণ তাদের উন্নয়নের পক্ষেই আছে। 

জয় নয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি’র অংশগ্রহণ বলে অভিযোগ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর। স্থানীয় নির্বাচনের মতো সব দলের অংশগ্রহণে আসছে একাদশ জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগের জয় অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি।

তবে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার ও নির্বাচনে কমিশনের ভোট কারচুপি তুলে ধরতেই, শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে বিএনপি। আমাদের আন্দোলনের অংশ এটি। আমরা দেখতে পাচ্ছি এ সরকার জনগণের ভোট কেড়ে নিচ্ছে। জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখলের একটা ব্লুপ্রিণ্ট তার করেছে। পুলিশ ও প্রশাসনের একটি অংশ নির্বাচন করছে, আওয়ামী লীগের নেতা-কর্মীদের সেভাবে মাঠে না থাকলেও হচ্ছে। 

এসজে/এসএস


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top