লেবাননে ৩৫ বাংলাদেশি নারীকর্মী আটক
প্রকাশিত:
২৮ নভেম্বর ২০১৯ ০৫:১৩
আপডেট:
২৯ নভেম্বর ২০১৯ ১২:৩৮

প্রভাত ফেরী ডেস্ক: আবাসিক ভবনে অভিযান চালিয়ে ৭০ প্রবাসী নারীকে আটক করেছে লেবাননের ইমিগ্রেশন পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যেই ৩৫ জন নারীই বাংলাদেশি। তাদেরকে ইজদাইদি ইমিগ্রেশন পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
স্থানীয় সময় বুধবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় রাজধানী বৈরুতের ডিকুয়ানি এলাকায় আউন মার্কেট সংলগ্ন সেন্টার মারিয়া জেস নামের ৬ তলা ভবনে থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, নারীকর্মীরা সকালে কাজে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই পুলিশ অভিযান চালায়। দুটি গাড়িতে এসে বিপুল সংখ্যক ইমিগ্রেশন পুলিশ সদস্য অভিযানে অংশ নেয়। এ সময় প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ সেখান থেকে বৈধ-অবৈধ বাংলাদেশি নারীকর্মীসহ ৭০ প্রবাসীকে আটক করে।
স্থানীয় প্রবাসীরা জানান, ইকামা থাকা সত্ত্বেও অনেক নারীকর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে। এছাড়া অবৈধদের মধ্যে বেশ কয়েকজন স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচিতে নিবন্ধন করেছেন। লেবাননে বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, আটক বাংলাদেশিদের ব্যাপারে জানতে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: